জরুরী ঘোষণা
মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রের মূলকপি অবশ্যই সঙ্গে আনতে হবেঃ
০১। সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপি।
০২। প্রবেশপত্র।
০৩। নাগরিকত্ব সনদ।
০৪। জাতীয় পরিচয়পত্রের মূলকপি।
০৫। শুমারী/জরিপ কাজের অভিজ্ঞতা সনদের মূলকপি (যদি থাকে)।
পরীক্ষার সময়সূচীঃ
ছক
তারিখ |
ইউনিয়নের নাম |
সময় |
স্থান |
০৮/০২/২০২০ |
আহসানগঞ্জ, কালিকাপুর, হাটকালুপাড়া ও সাহাগোলা
|
সকাল ৯.৩০ ঘটিকা হতে |
উপজেলা নিবv©হী অফিসারের কার্যালয়, আত্রাই, নওগাঁ। |
০৮/০২/২০২০ |
পাঁচুপুর, বিশা, মনিয়ারী ও ভোঁপাড়া
|
দুপুর ১.৩০ ঘটিকা হতে |
উপজেলা নিবv©হী অফিসারের কার্যালয়, আত্রাই, নওগাঁ। |
*** পরীক্ষা সংক্রান্ত যেকোন আপডেট নিউজের জন্য সবসময় নিম্নোক্ত ওয়েবসাইটে
ভিজিট করুনঃ
ওয়েবসাইটঃ www.bbs.atrai.naogaon.gov.bd এবং
কতৃ©পক্ষ
জনশুমারী ও গৃহগণনা প্রকল্পের শুমারী কর্মী
নির্বাচন সংক্রান্ত কমিটি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস